
মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে সাড়ে চার দিনেরও কম সময়ে। এই দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্ট ভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন।
বিটুমিন কংক্রিটের তৈরি এই রাস্তাটি দু’টি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সহায্য নেওয়া হয়েছে। এই রাস্তা নির্মাণের বরাত পেয়েছিল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম।ওি সংস্থা দু’টির পাশাপাশি এনএইচএআই আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।
পাঠকের মতামত