ঈদগড় ইউপি চেয়ারম্যান অপসারনের দাবীতে ইউএনওকে স্মারকলিপি
রামুর ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণ দাবী করে এবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর ...
উখিয়া নিউজ ডটকম::
ভোলায় পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসলে আনোয়ারা বেগম নামে এক রোহিঙ্গা নারীসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন, আনোয়ারা বেগম, হালিমা খাতুন ও তার স্বামী মোঃ জাফর। আটককৃত আনোয়ারা বেগম কক্সবাজারের রামু থেকে এসেছেন বলে জানা গেছে। অন্যরা আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই পরিচয় দেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছগির মিয়া জানান, মঙ্গলবার দুপুরে পাসপোর্ট করতে এলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা খন্দকার তাজুল ইসলাম রোহিঙ্গা সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ পাসপোর্ট অফিসে গিয়ে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে।
তবে আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও ভোলা থানার ওসি জানিয়েছেন।
পাঠকের মতামত