

শায়খুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মো. ফরিদুর রহমানের পুত্র।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, মো. শায়খুল ইসলাম ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন। এসময় পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আছাদুজ্জামান নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার বিকেলে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।sa
পাঠকের মতামত