উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১২/২০২৫ ৮:১৯ পিএম

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কক্সবাজারের একটি তারকা হোটেল মিলনায়তনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায়, উখিয়া প্রেসক্লাবের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এ. বি. এম আবু নোমান। তিনি মানব পাচারের সংজ্ঞা, ধরন, আইনি কাঠামো এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন–২০১২-এর গুরুত্বপূর্ণ ধারা তুলে ধরেন। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নৈতিক ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপসার সহকারী পরিচালক যীশু বড়ুয়া। তিনি বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ; এটি প্রতিরোধে সচেতনতা ও আইনি জ্ঞান অত্যন্ত জরুরি, যেখানে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি ও দ্য ডেইলি পোস্ট-এর প্রতিনিধি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় কক্সবাজার মানব পাচারের ঝুঁকিপূর্ণ জেলা। এ বিষয়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা অপরিহার্য।
প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি ফারুক আহমদ বলেন, মানব পাচার সংক্রান্ত সংবাদ পরিবেশনে আইনি জ্ঞান সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

ইপসার প্রজেক্ট অফিসার শুভ্র অধিকারীর সঞ্চালনায় কর্মশালায় উখিয়ার ২১ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...