ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২৫ ৫:৫১ পিএম

মাহফিলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুলিশ সদস্য
কক্সবাজারের উখিয়া উপজেলায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এক সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় আলহাজ্ব আজিজুল হক ফকিরের বাড়ির পাশে মরহুম ফজলুল করিমের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ওই পুলিশ সদস্যের পূর্বের নাম অনিত দে, বর্তমান নাম মোহাম্মদ আরিয়ানা।

এ সময় মাইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি গত তিন বছর ধরে আল কোরআন নিয়ে গবেষণা ও অনুশীলন করেছি। আমি একজন পুলিশ সদস্য হয়ে নিজে জেনে-বুঝেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

মাহফিলের প্রধান বক্তা ফানাফিল্লাহ বিন আজাদ তাঁকে পবিত্র কালেমা শাহাদাত পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।

মাহফিল শেষে নব মুসলিম পুলিশ সদস্য ধর্মপ্রাণ মুসল্লি ও শ্রোতাদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ ঘটনায় মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...