
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটক আসামিদের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নম্বর ক্লাস্টারের মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১) ৭৭ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমান (২১), ৫১ নম্বর ক্লাস্টারের সৈয়দ করিম (২০), সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬ নম্বর ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭), ৭৮ নম্বর ক্লাস্টারের মোহম্মদ সালেহ (৪০)।
এসপি মো.শহীদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে ভাসানচার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। রাইজিং বিডি

পাঠকের মতামত