উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ৪:২৫ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন এক স্ত্রী। কিন্তু তা না দেওয়ায় স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

রতের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ঘটেছে এই ঘটনা। ওই স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গাড়ির চাবি কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

দেশটির পুলিশ বলছে, ভুক্তভোগী স্বামীর মাথায় ছয়টি সেলাই করতে হয়েছে। অজিত চৌধুরী নামে ওই ব্যক্তি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকার আবদার করেন অজিতের স্ত্রী মামনি। অভিযোগ, অজিত সেই টাকা না দেওয়ায় তাকে কাচের গ্লাস দিয়ে মাথা ফাটিয়ে দেন স্ত্রী। প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গুরুতর চোটের কারণে অজিতের মাথায় ৬টি সেলাই পড়েছে। এই ঘটনায় মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন আক্রান্ত স্বামী অজিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন অজিত ও মামনি। তাদের ৭ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন মামনি। তার আবদারের সেই টাকা না পাওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথা ফাটিয়ে দেন তিনি। অজিতের অভিযোগ, এই ঘটনার সঙ্গে মামনির বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত । দু’ জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...