প্রকাশিত: ২৪/১০/২০১৯ ৯:৫৩ এএম , আপডেট: ২৪/১০/২০১৯ ৯:৫৮ এএম
ফাইল ছবি

এম আর মাহবুব ::
দীর্ঘ ৯ বছর পর গতকাল বুধবার (২৩ অক্টোবর) ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী এ ঘোষণায় কক্সবাজারের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ভাগ্য খুলে গেছে। তৎমধ্যে কক্সবাজার জেলায় ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ২২টি দাখিল মাদ্রাসা, ৫টি আলিম মাদ্রাসা, ১টি ডিগ্রি কলেজ, ভোকেশনাল এসএসসি ২টি, এইচএসসি বিএম (কম্পিউটার) ১টি সহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঘোষণার পর নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও নীতিমালা অনুযায়ী মান ও যোগ্যতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এক নজরে কোনস্তরে কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো তা তুলেধরা হলো। এবার ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এলো। এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি।
নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ১০৮টি, ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ৮৮৭টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।
আর নতুন এমপিওভুক্ত মাদরাসার মধ্যে দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি।
নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।
এদিকে কক্সবাজারের ভাগ্যখুলে যাওয়া ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি মাধ্যমিক বিদ্যালয়। এগুলো হলো চকরিয়া উপজেলার উত্তর বরইতলী হাই স্কুল, মালুমঘাট আইডিয়াল স্কুল, মহেশখালীর কুতুবজুম অফসোর হাই স্কুল, কুতুবদিয়ার আলী আকবর ডেইল হাই স্কুল, কক্সবাজার সদরের আমেনা খাতুন গার্লস হাই স্কুল, সাউথ খুরুশকুল মডেল হাই স্কুল, টিএমসি গার্লস হাই স্কুল, রামুর মনছুর আলী সিদকার আইডিয়াল স্কুল, আলফুয়াদ একাডেমী, টেকনাফের সাবরাং হাই স্কুল, নয়াপাড়া আলহাজ¦ নবী হোসাইন হাই স্কুল, হ্নীলা গার্লস হাই স্কুল, উখিয়ার থাইনখালী হাই স্কুল।
এদিকে এমপিওভুক্তির মর্যাদা পাওয়া কক্সবাজার জেলার ২২ দাখিল মাদ্রাসা হলো- চকরিয়ার দিগরপানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসা, বহদ্দার কাটা আল ইমাম মহিলা দাখিল মাদ্রাসা, ডুমখালী আল হেরা দাখিল মাদ্রাসা, মজিদিয়া দারুস সুন্নাহ পৌর দাখিল মাদ্রাসা, বরইতলী দাখিল মাদ্রাসা, মহেশখালীর তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা, কুতুবদিয়ার দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসা, কক্সবাজার সদরের কালু ফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা, ভোমারিয়াঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা, পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা, ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, চৌফলদন্ডী নতুন মহল রহমানিয়া দাখিল মাদ্রাসা, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। টেকনাফের দারুত তাওহীদ ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা। রংগীখালী খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা, কাটাখালী রওজাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসা, শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসা, উখিয়ার ফাতেমাতুজ জুহুরা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা, গয়াল মারা দাখিল মাদ্রাসা। এছাড়া এমপিভুক্ত কক্সবাজার জেলার ৫ আলিম মাদ্রাসা হলো- পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা, মহেশখালীর কালামারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা, সদর উপজেলার ভারুখালীর দারুল উলুম আলিম মাদ্রাসা, রামুর মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, উখিয়ার ফারিরবিল এম. কিউ. ডব্লিউ আলিম মাদ্রাসা।
এছাড়া মহেশখালী ডিগ্রি কলেজ দীর্ঘদিন পর এমপিওভুক্ত হয়েছে। অন্যদিকে এসএসসি ভোকেশনাল গ্রেডে ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা ও মহেশখালীর আইল্যান্ড হাই স্কুল ঘোষিত তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। তাছাড়া এইচএসসি বিএম প্রতিষ্ঠানের তালিকায় কুতুবদিয়ার টেকনিক্যাল এ- বিএম কলেজ (কম্পিউটার বিভাগ) এমপিওভুক্ত হয়েছে।
এদিকে কক্সবাজারে এক সাথে রেকর্ড ৪৪ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির প্রধানমন্ত্রীর ঘোষণায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কর্মকর্তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

পাঠকের মতামত

টেকনাফে মাঠ দিবস উদযাপন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝুঁকিতে রয়েছেন কক্সবাজারের টেকনাফের সাবরাং অঞ্চলের মানুষ। বিশেষ করে, মাটি ও ...

পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহার করতে হবে, জাতিসংঘে সন্তু লারমার নাতনি

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত আদিবাসী ইস্যু-বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ...