ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ১২:৩৭ পিএম

আসিফ মাহতাব ও নুসরাত তাবাস্সুম © সংগৃহীত
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাস্সুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে তাদের তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলে এ বছরের শুরুর দিকে ব্যাপক আলোচনায় ছিলেন। এছাড়া চলমান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনেও সমর্থন ছিল আসিফের।

অন্যদিকে নুসরাত তাবাস্সুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে লিডিং পর্যায়ে ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী।

ডিবি পরিচয়ে শিক্ষক আসিফকে তুলে নেয়ার আগেই আটকের আশঙ্কা করেছিলেন তিনি। সে আশঙ্কার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। শিক্ষক আসিফ ফেসবুকে লিখেছেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি।

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। এর আগে, গত ১৭ জুলাই ডাকসুর সাবেক সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকার ডাস চত্বর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আটকের সময় আখতার হোসেনকে মারধরও করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে সাবেক এই ডাকসু নেতা বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

পাঠকের মতামত

রাউজানে চেম্বার থেকে তুলে নিয়ে অপহরণ সাবেক ওসি প্রদীপসহ ৬ জনের নামে চিকিৎসকের মামলা

চেম্বার থেকে তুলে নিয়ে এক চিকিৎসককে চাঁদা না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে রাউজান থানার ...

প্রেমিকের সঙ্গে পালানোর ২০ দিন পর স্বামীর ঘরে প্রবাসীর স্ত্রী

চাঁদপুরের ফরিদগঞ্জে কাউনিয়া এলাকার এক কুয়েত প্রবাসীর স্ত্রী লক্ষ্মীপুরের রায়পুরের পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ...

এলপিজির নতুন দাম ঘোষণা

চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে সোমবার (২ ...