প্রকাশিত: ১৮/০১/২০১৭ ৮:১৫ এএম

মহেশখালী প্রতিনিধি::
মহেশখালীতে সপ্তম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহ ভেস্তে গেছে প্রশাসনের উদ্যোগে। উপজেলার পৌর এলাকায় গতকাল ১৭ জানুয়ারি এই বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবুল কালাম কিশোরীকে উদ্ধার করেন। পরে ইউএনও এর অনুরোধে ওই মেয়ের বাবা-মা বিয়ে ভেঙে দিয়ে তাকে বিদ্যালয়ে পাঠাতে রাজি হন। ফলে বিয়ের পিঁড়ি থেকে আবার লেখাপড়ায় ফিরতে পারল সে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মহেশখালীতে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেব’ এর পরিচালক ফরিদুল আলমের মাধ্যমে বাল্য বিবাহের সংবাদ পেয়ে গতকাল ১৭ জানুয়ারি বিকাল ৩টায় মহেশখালীর পৌর এলাকার গোরকঘাটার একটি পরিবারে আয়োজিত ১৩ বছর বয়সী এক বালিকার বিয়ে বন্ধে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মেয়েটির পিতা-মাতার সাথে কথা বলে বাল্য বিবাহের আয়োজনের সত্যতা পান। তিনি বলেন, কিশোরীর মা-বাবাকে বুঝাতে সক্ষম হয়েছেন যে, সদ্য সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত বাল্যবিবাহের শিকার হতে যাওয়া মেয়েটির শিক্ষা, নিরাপত্তা, জীবনধারনের অধিকার কেড়ে নেয়ার ক্ষমতা কারো নেই। তিনি মেয়েটির পড়ালেখার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেন, বাল্যবিবাহ নতুন দারিদ্র?তার সৃষ্টি করে। তিনি কিশোরীকে এ বয়সে বিয়ে না দিতে তাঁর মা-বাবার প্রতি নির্দেশ দেন। ইউএনও’র আহবানে সাড়া দিয়ে ওই এলাকার হাজী ইমাম শরীফের পুত্র আব্দুর রহিম বাদশা মেয়েটির পড়ালেখার ও উপযুক্ত হলে বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বভার পালন করার ওয়াদা করেন। উল্লেখ্য, ইতিমধ্যে মহেশখালির ইউএনও মো: আবুল কালাম মহেশখালীতে যোগদানের পর থেকে কমপক্ষে ৪০টি বাল্যবিবাহ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করেন। অভিযানের সময় মানবাধিকার সংস্থা ফ্রেব এর প্রতিষ্ঠাতা ফরিদুল আলম, সমাজ সর্দার আব্দুর রহিম বাশা ও বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...