প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ৭:৫৫ এএম , আপডেট: ২৫/০৮/২০১৬ ৯:১৩ এএম

এম,এস রানা
উখিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন জালিয়া পালং দক্ষিন সোনার পাড়া এলাকার প্রায় একশত পরিবারের বিশাল গ্রাম রয়েছে চরম অন্ধকারে, গত এক সাপ্তাহ যাবত বিদ্যুৎ না থাকায় এ পরিস্হিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ব্যপারে ভুক্তভুগী এলাকা্বাসী  উখিয়া জোনাল অফিসে বারবার ধর্না দিলেও কোন প্রকার প্রতিকার তারা পায়নি,
জানা যায গত ৭দিন পুর্বে স্হানীয় জাগের হোসেনের বাড়ি স্ংলগ্ন এলাকায় স্হাপন করা বিদ্যুত ট্রান্সফর্মার টি গোলযোগ ক্রোটির কারনে বিকল হয়ে গেলে ঐ ট্রান্সফর্মারের আওতাধীন গ্রাহকরা চরম অন্ধকারে ডুবে যায়, গ্রাহক বিকল ট্রান্সফর্মার মেরামত পূর্বক বিদ্যুৎ সরবারহ স্বভাবিক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করলেও কোন প্রকার ব্যবস্হা গ্রহন করেনি উখিয়া পল্লী বিদ্যুত অফিসের কতৃপক্ষ, ফলে চরম দুর্ভোগে রজনী কাটছে দক্ষিন সেনার পাড়া গ্রামের একশত পরিবারের,  সামনে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রী দের পরিক্ষা, এসময়ে যথাযত বিদ্যুত উক্ত গ্রামে সরবরাহ করা না হলে পড়া লেখার চরম অবনতি হতে পারে বলে সচেতন মহল মনে করেন। বিদ্যুত বিল খেলাফি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্হা পুর্বক  নিয়মিত বিল পরিশোধ কারি সাধারন ও  নিরহ গ্রাহকদের দুর্দশা লাগব করতে সংযোগ প্রধান করারর জন্য কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি  কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...