ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ৯:৪০ পিএম , আপডেট: ২৪/০২/২০২৪ ১০:১১ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আবদুল্লাহ নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় বাইকের পেছনে থাকা আবদুল মাজেদ (১৬) নামে আরেক কিশোর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ পশ্চিম বাজালিয়া ইসমাইলের বাড়ির ১ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম পুলিশ আবদুল গফুরের ছেলে। নিহত আবদুল্লাহ পেশায় মিস্ত্রি।

স্থানীয় ইউপি সদস্য সানোয়ারুল হক চৌধুরী রুবেল বলেন, শুক্রবার রাতে মোটর সাইকেল চালানোর সময় সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে অসাবধানতাবসত ধাক্কা লেগে আবদুল্লাহ মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় বাইকের পেছনে থাকা আবদুল মাজেদ আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...