প্রকাশিত: ০৩/০৩/২০২০ ২:৩৯ পিএম
ছবি: ফাইল ফটো

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে, অন্তত ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মাটিরাঙ্গা উপজেলার বিরোধপূর্ণ একটি জমিতে স্থানীয় কয়েকজন সকালে গাছ কাটতে গেলে বাধা দেন বিজিবির সদস্যরা। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে বিজিবির সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলে মারা যান আহম্মদ আলী ও বিজিবি সদস্য মো. শাওন। ঘটনার সময় রঞ্জু বেগম নামের এক নারী মারা যান হার্টঅ্যাটাকে।

সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা ...

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির ...