প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৯:১২ পিএম

chakaria pic-23.08.16এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
নারীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সমাজে যেকোন সমস্যা মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নারীরা জাগলে সমাজ জাগবে, দেশের উন্নয়ন হবে। বর্তমান সময়ে দেশে অধিকাংশক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১১ টায় কক্সবাজারের চকরিয়া ক্যাডেট কলেজ মিলনায়তনে সুজন চকরিয়া শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

সুজনের চকরিয়া উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন ড.বদিউল আলমের স্ত্রী তাজিমা মজুমদার, এ্যাডভোকেট লুৎফুর কবির, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, কর্মনীড়ের নারী নেত্রী শাহেনা বেগম, সাংবাদিক মিজবাউল হক, দি হাঙ্গার প্রজেক্টের সদস্য রায়হানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রীরা।

সভায় প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্টেও কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সমাজের সব ধরনের বাধা-বিপত্তি মোকাবেলা করেই নারীদের এগিয়ে যেতে হবে। নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, সাংবাদিক জিয়াউদ্দিন ফারুক, সাংবাদিক বাপ্পি শাহারিয়ার, সাংবাদিক মনজুর আলম প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...