প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১২:২৫ এএম , আপডেট: ০১/০৬/২০১৬ ১২:৩৭ এএম

Protibad-640x335৩১ মে কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন পত্রিকায়  উখিয়ায় আলোচিত ‘শামসু বলী’র নেতৃত্বে ইউপি মেম্বার প্রার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।  সংবাদে উল্লেখ করা হয়েছে, মেম্বার প্রার্থী শাহ জাহানকে বেধড়ক মারধর পূর্বক ৫ লাখ টাকা মুত্তিপন ও  ষ্টাম্প আদায়ের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন যার বিন্ধু মাত্র সত্যতা নেই। মূল সত্য হচ্ছে, হামলার  ঘটনা সম্পর্কে আমি অবগত নয়। কারন ২৯,৩০,৩১ মে  ৩ দিন যাবৎ আমি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নামক এলাকার একটি বলি খেলায় অংশ গ্রহন অবস্থায় উপস্থিত ছিলাম। এতেই বুঝা যায় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আর নাইক্ষ্যংছড়ি থেকে উখিয়ার খয়রাতি পাড়া এসে কি ভাবে হামলা করা যায়। সেই প্রশ্নটি জনগন ও পুলিশ প্রশাসনের কাছে রাখলাম। চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ট বলি হিসাবে সর্বত্রে সুনাম অর্জন করায় এলাকার একটি পক্ষ আমার উত্তান সহ্য করতে না পেরে আমাকে মিথ্যা সাজানো মামলায় ফাঁিষয়ে  হয়রানি করার লক্ষে পত্রিকায় এ সাজানো সংবাদটি পরিবেশন করানো হয়েছে। তাই আমি উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ করছি। পাশা পাশি সংশ্লিষ্ট প্রশাসন ও জন সাধারনকে এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

শামসু বলি

উখিয়া -কক্সবাজার

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...