
এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় আন্ডার ওয়ার্ল্ডে আতংক ছড়ানোর পাশাপাশি আইনী সেবা প্রত্যাশী সাধারণ মানূষের সার্বক্ষনিক পাশে থেকে সেবা দিচ্ছেন ও.সি(তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদার। ফলে, সৎ, সাহসী, স্বজ্জন ও ন্যায় নিষ্টাবান এ চৌকষ পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানূষ। জানা যায়, প্রজ্ঞাবান পুলিশ অফিসার মোঃ মনজুর কাদের মজুমদার গত বছর(অর্থাৎ ২০১৬সালে)র’ ২৩সেপ্টম্বর ও.সি(তদন্ত) হিসাবে পেকুয়া থানায় যোগদান করেন। কর্মস্থলে যোগদান করেই বিচক্ষন এ পুলিশ অফিসার এলাকায় সংঘঠিত অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে সার্বক্ষনিক নজরদারী ও নিরপেক্ষ নিখুত তদন্তের মাধ্যমে থানায় রুজুকৃত মামলা সমূহের প্রতিবেদন চূড়ান্তে রাখছেন অবদান। তিনি অস্ত্রসহ উপকুলের দূধর্ষ জলদূস্য রাজাখালীর আলিম্যা ও ইউনুচ ডাকাতকে গ্রেপ্তারের পারদর্শীতা দেখান। উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া থেকে জনতার সহায়তায় অস্ত্রসহ রুবেল নামের এক যুবককেও টহলকালে ধৃত করেন ও.সি(তদন্ত) মনজুর কাদের মজুমদার। এছাড়া দূধর্ষ মনিরুজ্জামান(প্রকাশ মইন্যা ডাকাত), টইটংয়ের সেলিম ডাকাত, শিলখালী বারবাকিয়ার পাহাড়ি এলাকার ত্রাস ডাকাইত মনিরুজ্জামান, বদাইয়ে ও জারুলবনিয়া ষ্টেশন ডাকাতি নাটকের হোতা হাফ ডজন মামলার আসামী নূর মোহাম্মদ প্রকাশ হনুমাইন্যে চোরাসহ দীর্ঘদিন ধরে ধরা ছোঁয়ার বাইরে থাকা প্রায় ডজনাধিক চিহ্নিত অপরাধীকে বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারের মাধ্যমে বিজ্ঞ আদালতে সৌপর্দ করেন ও.সি(তদন্ত) মোঃ মনজুরুল কাদের মজুমদারের নেতৃত্বাধীন পুলিশ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পেকুয়া থানার ও.সি(তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদার পেকুয়া থানায় যোগদানের পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মেহেরনামা, উপজেলার চিরচেনা মাদকপল্লী গোঁয়াখালী সহ অন্যান্য স্পট থেকে ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার পূর্বক জেল হাজতে পাঠিয়েছেন। তিনি দায়িত্বপালনকালীন সময়ে অপহৃত শিশুসহ একাধিক ভিকটিম উদ্ধারের পারদর্শীতা দেখিয়েছেন। ফলে, পেকুয়া থানার ও.সি(তদন্ত) মনজুর কাদের মজুমদার এলাকার আন্ডার ওয়ার্ল্ডে দেখা দিয়েছেন চরম আতংক হিসাবে। একই সাথে জায়গা জমি বিরোধ পূর্ন এলাকা হিসাবে পরিচিত পেকুয়ায় একাধিক চাঞ্চল্যকর জমি বিরোধ ঘটনায় ছোট বড় রক্তপাতের ঘটনা এড়াতে পারদর্শীতা দেখিয়েছেন বলে মনে করেন অনেকেই। পাশাপাশি দখল বেদখল, প্রতারনা, আত্মসাৎ, বাল্যবিয়ে, যৌতুক, মানব পাঁচার, ভিসা জালিয়তি ও সরকারী সম্পত্তি জবর দখল চেষ্টারও উল্লেখযোগ্য পরিমান ঘটনাবলী নিজ বিচক্ষনতায় টেকিয়েছেন ও.সি(তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদার। থানায় আগন্তুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, আইনীসেবা প্রত্যাশায় ও.সি(তদন্ত)র’ দ্বারস্থ্য হলে তিনি নিশর্ত ও স্বার্থহীন ভাবে তাদের পাইয়ে দিয়েছেন পুলিশ ও আইনীসেবা। ফলে, থানা পুলিশ নিয়ে অধিকাংশ মানূষের মাঝে নানা তর্ক বিতর্কের ধারনা থাকলেও ও.সি(তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদারের মতো বড় মনের পুলিশ অফিসারের সেবা সান্নিধ্যে ধন্যের ঘটনাবলী মনে করিয়ে দেয় আসলেই জনতার বন্ধু ও আইনের সেবক পুলিশ। ও.সি(তদন্ত) মোঃ মনজুরুল কাদের মজুমদার সম্পর্ক্যে জানতে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি(ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী ছাড়াও প্রায় প্রতিটি রাজনৈতিক ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার কাজ ও আচার আচরনের প্রতি সন্তোষ প্রকাশে সাধুবাদ জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। সদ্য বিদায়ী পেকুয়া থানার ও.সি (বর্তমানে কুতুবদিয়া থানায় কর্মরত) জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া ও বর্তমান ও.সি মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেনও.সি(তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদারের মতো প্রতিভাবান পুলিশ অফিসার পাশে ছিলেন আছেন বলেই ক্রিটিক্যাল থানা হিসাবে পরিচিত পেকুয়া থানায় সন্তোষজনক আর স্বাচ্ছন্দে দায়িত্ব পালনে সক্ষম হচ্ছি।
পাঠকের মতামত