ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১০:১৩ এএম

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ডাক্তার গা-ঢাকা দিয়েছেন। নিহত আয়েশা বেগম (২৩) উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। জানা গেছে, আয়েশার সামান্য জ্বর এবং মাথাব্যথা শুরু হলে পরিবারের লোকজন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনের তথাকথিত ডাক্তার বিকে শীল হিরুর চেম্বারে নিয়ে যান। এ সময় তিনি রোগীকে একটি স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। অবস্থা দেখে তিনি চেম্বার থেকে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রোগীর আত্মীয়স্বজন আয়েশাকে উদ্ধার করে। এরপর তারা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়েশার স্বামী হেলাল উদ্দিন জানান, ডাক্তার আমাকে কিছু না জানিয়ে একটি স্যালাইন ও একটি ইনজেকশন পুশ করেন।

এর ২ ঘণ্টা পর তার স্ত্রী মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই রোগী ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, তথাকথিত ডাক্তার হিরু দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে ভুল চিকিৎসা দিয়ে আসছে। এর আগেও তার চেম্বারে এসে অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...