প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১০ পিএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলো তিন ইয়াবা কারবারী।পুলিশ সুত্রে জানা যায়, ১৪ আগষ্ট টেকনাফ থানা পুলিশ সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে ২১ হাজার ইয়াবাসহ তিন জন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে মিয়ানমারের মংডুর শিলখালী এলাকার মৃত সোলতানের ছেলে আবদুর রহমান (৩৮) ও তার সহধর্মীনি হাসিনা বেগম (৩৫), টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার মোহাম্মদ ইউসুফ প্রকাশ কালু মিয়ার ছেলে মেহেদী ইসলাম (২৫)।

সুত্রে আরো জানা যায়, ১৪ আগষ্ট সোমবার ১ টার দিকে টেকনাফ থানার এসআই নির্মলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্যম জালিয়া পাড়া এলাকার মেহেদী ইসলাম নামে এক ইয়াবা কারবারীকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এসআই সাইফুল, রাজিব ও নির্মলের নেতৃত্বে পুলিশের আরেকটি দল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বসতবাড়ী থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা ইয়াবা কারবারি রোহিঙ্গা নাগরিক আবদুর রহমান ও তার স্ত্রী হাসিনা বেগমকে ২০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

এই অভিযানে সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খান জানান, এই সীমান্ত এলাকা থেকে ইযাবা পাচার টেকাতে আমাদের পুলিশ সদস্যরা দিন রাত কাজ করে যাচ্ছে। সে সফলতার অংশ হিসেবে আমরা প্রচুর পরিমান ইয়াবাসহ এই এলাকার অনেক বড় বড় রাঘব বোয়ালদের ধরতে সক্ষম হয়েছি। এর মধ্যে হ্নীলার ইউপি সদস্য অন্যতম।

পাঠকের মতামত