নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২/১২/২০২৩ ৯:৩৯ এএম

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ হাজার বিদেশী সিগারেটসহ শাহাব উদ্দিন বাপ্পি নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে।

১১ ডিসেম্বর (সোমবার) পৌনে ১ টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়ার দিক নির্দেশনায় এসআই ধর্মজিত সিংহ সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া রাবার বাগানে প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে ১০ হাজার পিস বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ার মৃত সোলতান আহাম্মদের পুত্র।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ অফিসার এসআই ধর্মজত সিংহ বলেন, আটককৃত যুবকের হেফাজতে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে দশ হাজার সিগারেটসহ উদ্ধার করা হয়।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান সত‌্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের এই অভিযান অব‌্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে প্রায় ১০০ খুন করে ওসি প্রদীপ: ডা. শাহাদাত হোসেন

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ডিবিসি নিউজের একটি টকশোতে নিজের কারাবাস, তৎকালীন পরিস্থিতি এবং ওসি ...