
পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই বাংলাদেশে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
এদিকে ১২ আগস্ট ঈদ হওয়ায় টানা ৯ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।
সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুদিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।
ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। তবে দেশে ডেঙ্গুর ভয়াবহতার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত