প্রকাশিত: ১০/১১/২০১৬ ৯:২৬ পিএম

picture-02

নিউজ ডেস্ক::

নুর হোসেন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে বলেন স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছিল, তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রাম করে জনগণের ভোট ও ভাতের অধিকারসহ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দারিদ্রতা বলতে কিছু নেই। এই সময়ে বিএনপি-জামাত চক্র জঙ্গিবাদ দিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, তাঁর বক্ততায় বলেন যে কোন মূল্যে জঙ্গিবাদ নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জল কর, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুরের পরিচালনায়- সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. বদিউল আলম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুবুল হক মুকুল, দপ্তর সম্পাদক অধ্যাপক প্রিয়তোস শর্মা চন্দন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, সদস্য এডভোকেট আব্দুর রউফ, মিজানুর রহমান, বদরুল হাসান মিলকী, পৌর আওয়ামীলীগ নেতা হাজী এনামুল হক, এড. ফরিদ উদ্দিন, ডা: পরিমল কান্তি দাশ, রফিক মাহমুদ, সেলিম নেওয়াজ, দুলাল দাশ, নুরুল আলম পেটান, এড. এরশাদ উল্লাহ, রিদুয়ান আলী, এ.বি ছিদ্দিক খোকন, জানে আলম পুতু, রফিকুল ইসলাম, আহম্মদ উল্লাহ, জামশেদ আলম জনি, মোঃ সাইফুদ্দীন, আব্দুল মজিদ সুমন, মিটু দাশ, মোঃ ইউনুছ, নুর মোহাম্মদ খুইল্যা মিয়া, আবুল কালাম, দেলোয়ার হোসেন জানু, মোঃ ইলিয়াছ, যুবলীগ নেতা মোঃ ওলা মিয়া প্রমুখ।

পাঠকের মতামত

৮১ রোহিঙ্গা আটক

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন ...

প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম নগরের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোক্তার (২৮) ও মো. রুবেল ...