প্রকাশিত: ০৩/০২/২০১৭ ৩:২১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ট্রাকের চাপায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। আলুটিলায় বৌদ্ধবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসা লোকজন এভাবে হতাহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ওসি আব্দুল হান্নান জানান, টাকটি মাটিরাঙা থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে আলুটিলায় আসার পর এর ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বৌদ্ধবিহারে মানুষজনের ওপর উঠে পড়ে। এসময় হতাহতের এই ঘটনা ঘটে।

তবে ঘটনাটি কোনও পরিকল্পিত নাশকতা নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৌদ্ধবিহারে আলুটিলার প্রয়াত এক ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হচ্ছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...