ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ৪:৩৯ পিএম

চলতি জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির শঙ্কাও রয়েছে।

সোমবার (২ জুন) এক মাসের জন্য আবহাওয়ার পূর্বভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদফতরে পরিচালক আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জুনে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সমুদ্র ১ থেকে ২ লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি আরও জানান, এই মাসে দেশে ৬-৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে দেশে এক থেকে দুটি মৃদু (৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ বলেন, জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন তিন মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যের চার থেকে ছয় ঘণ্টা থাকতে পারে

পাঠকের মতামত

কাতারে হামলা: বাংলাদেশি দুই ফ্লাইটের ওমান ও ভারতে জরুরি অবতরণ

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার (২৩ জুন) রাতে মধ্যপ্রাচ্যের চার দেশ আকাশসীমা ...

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত ...

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকসহ ১০ জনকে পিটুনি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহতের ...