Single Page Top
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় মাদক সম্রাজ্ঞী রেহেনার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার ভোরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে লাশ সনাক্ত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্টে সিনেমা হলের পেছনে জমজমাট মাদকের কারবার করতেন রেহেনা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টির বিস্তারিত জানা নেই। তবে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যকার দুপক্ষের সংঘর্ষে রেহেনার মৃত্যু হতে পারে।
Single Page Bottom
পাঠকের মতামত