
অভিনব কায়দায় মাদক জোন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আসছে ময়মনসিংহে। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে নারীদের। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পেটের ভেতরে পুটলি বানিয়ে পাচার করছে ইয়াবা।
তবে ধুরন্ধর এ মাদক ব্যবসায়ীদের শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে তাদের এ অভিনব প্রতারণা। আর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড় এলাকায়। এ ঘটনায় আয়েশা সিদ্দিকা (২৮) নামে এক নারীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এক নারীর মাধ্যমে ইয়াবা পাচার করা হচ্ছে ময়মনসিংহে, এমন গোপন খবর পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় শহরের দিঘারকান্দা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দিঘারাকান্দা বাইপাস মোড়ের রেজা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে আন্তঃজেলা নারী মাদক কারবারি চক্রের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার পেটের ভেতর অভিনব কায়দায় বানানো পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিবি।
আটক আয়েশা সিদ্দিকা কক্সবাজারের টেকনাফ উপজেলার হুয়াইকং এলাকার বাসিন্দা বলে জানান ডিবির ওসি।
পাঠকের মতামত