শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার (১৯ মে) দুপুর সাড়ে ৩টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় অনুুষ্ঠিত হয়।এতে নেতা কর্মীদেরকে অতীতের উপ নির্বাচনকে মাথায় রেখে দলের সকল পর্যায়ের নেতাদের তিনটি কাজ করার বিশেষ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী তছলিম ইকবাল চৌধুরী। এই তিন কাজের মধ্যে রয়েছে, ইউনিয়নের দলীয় ঐক্য অটুট রাখা, নিজ নিজ ওয়ার্ড ও এলাকায় সকল নেতা কর্মীদেরকের জনসম্পৃক্ততা আরও বাড়ানো এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরা। আগামী ২৩ মে নির্বাচন ধার্য্য দিন পর্যন্ত নির্বাচনী কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের সকল নেতাকর্মীকে অতন্দ্রপহরী হিসেবে কাজ অব্যাহত রাখতে গুরুত্বারোপ করেছেন দলীয় দলীয় মনোনীত প্রর্থী ।তছলিম ইকবাল চৌধুরী বক্তব্য দিতে গিয়ে আবেগ আফ্লুত হয়ে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ সাড়ে ৬ মাস আইনী লড়াই করতে হয়েছে আমাকে। আপনাদের সহযোগিতা সবসময় ছিল আগামী নির্বাচনেও থাকবে বলে আমি আশাবাদী।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মাষ্টার ক্যউচিং চাক্ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আবু তাহের কোম্পানী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক ও দলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দু সাত্তার, যুবলীগ সভাপতি জসিম উদ্দীন, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবী, সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মংশৈপ্রু মার্ম, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমূখ।
উল্ল্যে,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (মঙ্গলবার) ২৩ মে ।এতে নির্বাচনে আর কোন আইনি বাধা নেই। গত ২ মার্চ আপিল শুনানী শেষে নির্বাচন অনুষ্ঠানে আর কোন আইনী বাঁধা নেই বলে আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মুহাম্মদ হোসাইন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত বেঞ্চ। এ আদেশের প্রেক্ষিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার (১৮ এপ্রিল) । ইসির উপসচিব ফরহাদ আহম্মাদ খান (নির্বাচন পরিচালনা-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়।
সুত্র মতে, গত বছরের ৩১ অক্টোবর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নির্বাচন ছিল। নির্বাচনের মাত্র একদিন আগে আলী হোসেন নামের এক ব্যক্তি ভোটার তালিকায় সংশোধনী চেয়ে হাইকোর্টে মামলা করেন।মামলাটি আমলে নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও মুহাম্মদ উল্লাহ নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেন। ফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও আর অনুষ্ঠিত হয়নি কাংখিত এই নির্বাচন।এরপর স্থগিতাদেশের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী। মামলা নং-৪১২/১৭।
পাঠকের মতামত