উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় রেহেনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ...
উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তাকালী ছয় দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেনৈ- আজিজুল হক, রিয়াজ, মো. নাছির, ওয়াজ উদ্দিন, রহমত উল্লাহ এবং মো. হোসেন। আটক সবার বাড়ি উপজেলার দোদারবিল ও শাহপরীর দ্বীপ এলাকায়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করাতে বলে স্বীকার করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
পাঠকের মতামত