প্রকাশিত: ০১/০১/২০১৭ ৮:২৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিন বিনামুল্যে নতুন বই বিতরণ উৎসবে বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল মো: আনোয়ারুল আযীম বলেছেন- বছরের প্রথম দিন বই বিতরণ করার কমিটমেন্ট রেখেছে সরকার। এ ক্ষেত্রে সরকার সফল হয়েছে। শিক্ষার পাশাপাশি মনের খোরাক দরকার। আর মনের খোরাকের জন্য খেলাধুলা ও শরীরচর্চা প্রয়োজন। এ ক্ষেত্রেও নাইক্ষ্যংছড়ি উপজেলা ভালো ফলাফল করছে।

সভাপতির বক্তব্যে বিজিবি স্কুলের প্রধান শিক্ষক নুরুল বাশার বলেন- সরকারের অন্যতম সাফল্যের মধ্যে বছরের প্রথম দিন বই বিতরণ অন্যতম। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মত বই বিতরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

বিজিবি স্কুলের সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনোয়ারা বেগম জেসমিন, জয়নাল আবেদীন, মোমেনা আক্তার, শামসুন্নাহার রুপালী, খাতিজা আক্তার, দিলরুবা সোলতানা মণি, ইয়াছির আরাফাত সোহেল, মুহাম্মদ আবদুস সাত্তার ফারুখ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, মামুন, আবদু রাজ্জাক হিরু, জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

আর এদিকেও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুল, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশের ন্যায় বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

পহেলা জানুয়ারী সকাল দশটার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব শুরু হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।

বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশের সভাপতিত্বে সহকারি শিক্ষক হাবিবুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুলের অধ্যক্ষ মোঃ হাসান আলী, সহকারি অধ্যক্ষ আবু নছর, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী, মোঃ আলম, গোল আরজ বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিলুর রহমান, ইউপি সদস্য আবু তাহের, বাইশারী বাজার সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক, সহকারি শিক্ষক তারেকা পারভিন, মিজানুর রহমান প্রমুখ।

অপরদিকে সকাল সাড়ে দশটার সময় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ, মাওঃ তমিম গোলাল, মাওঃ আব্দুল গফুর, অফিস সহকারি মাওঃ নাজের হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন স্কুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে বই উৎসব। স্ব স্ব স্কুল পরিচালনা কমিটিসহ উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেন।

পাঠকের মতামত

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...