প্রকাশিত: ২০/১২/২০১৬ ৯:৩৪ পিএম , আপডেট: ২০/১২/২০১৬ ১০:০২ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী   মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র সদর দপ্তরে নানা কর্মসুচির মধ্য দিয়ে উৎযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজিবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিভোজ অনুষ্ঠিত হয়। বিজিবি দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের জোন কমান্ডার লে: কর্ণেল মো: আনোয়ারুল আযীম। অনুষ্ঠানে উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রীতিভোজে অংশ নেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, এলজিইডি প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, রেঞ্জ কর্মকর্তা এস এম হারুন, প্রেসক্লাব উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা সুগত সেবক বড়–য়া, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: পলাশ চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম, বিএটিবির ব্যবস্থাপক হাফিজুল ইসলাম, বিজিবি স্কুল প্রধান শিক্ষক মুহম্মদ নুরুল বাশার, ওয়ামীর প্রধান শিক্ষক ইয়াছিন, কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুবাইরুল হক প্রমুখ।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...