কক্সবাজার জেলা বিএনপি ক্ষুব্ধ, এনসিপিকে ক্ষমা চাইতে হবে
কক্সবাজারবাসির অহংকার ও গর্বের ধন, গণমানুষের প্রিয়নেতা, এই জনপদের হাজার বছরের শ্রেষ্ট সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ...
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের যুবক শওকত সড়ক দুর্ঘটনায় দুবাইতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। দুবাই প্রবাসি মোহাম্মদ শওকত (৩০) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের মাষ্টার আলি আহমদের বড় পুত্র।
জানা যায়, ২৮ অক্টোবর শুক্রবার ছুটির দিন থাকায় মোহাম্মদ শওকত দুবাই শারজাহ তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়। নানার বাড়ি থেকে ফেরার পথে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় শওকত নিহত হন। বর্তমানে দুবাই আজমান হাসপাতালে তার মৃতদেহ রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ছোট ভাই ওসমান গনি জানান তার বড় ভাই শওকত মাত্র দুই বছর পূর্বে বিয়ে করেছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। বিয়ের পর পুনরায় চাকরিতে যোগদানের জন্য তিনি আবারও বিদেশে পাড়ি জমান। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চলছে।
পাঠকের মতামত