উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৩/২০২৩ ৩:২২ এএম

কক্সবাজারের ঝিলংজার খরুলিয়ার কৃতি সন্তান, ড. যুবাইর মুহম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার তিনি বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।

ড. যুবাইর বিশ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ইতিমধ্যে তিনি লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন।

ড. যুবাইর এর পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে কক্সবাজার সমিতি ঢাকার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সমিতির পক্ষ হতে পাঠানো শুভেচ্ছা বার্তায় ড. যুবাইর এর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়েছে। ড. যুবায়ের কক্সবাজার সমিতি ঢাকার আজীবন সদস্য। ড. যুবাইর মুহম্মদ এহসানুল হকের পিতা আবু মোহাম্মদ এজাহারুল হক ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত চীনা কর্মকর্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...