“নিহত স্বপ্নের গোরস্থান”
মোহাম্মদ আইয়ুব:: মাস্টার খোরশেদ আপাদমস্তক একজন মেধাবী মানুষ। বাল্যকালে শিশু শ্রেণিতে পড়াকালীন শিক্ষকরা বাল্যশিক্ষা বই’র ...
আমি তো কবি কয়েক মুহূর্ত
আমার কবিতাও থাকবে কয়েক মুহূর্ত
আমার আগেও তো ছিল কত কবি
তারা এসেছে আবার চলেও গেছে
সবাই তো কেবল মহাকালের একটা অংশ
কোন একদিন বাকিদের মতো আমারও হবে বিদায়
কোন একদিন আমার থেকেও ভালো কবি আসবে
কোন একদিন তোমাদের থেকেও ভাল পাঠক আসবে
সেই দিন আমার বা আমাদের কথা কেউ কি মনে রাখবে
আমি তো কবি কয়েক মুহূর্ত
আমার কবিতাও থাকবে কয়েক মুহূর্ত
পাঠকের মতামত