প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৯:৩৫ এএম , আপডেট: ১৯/০২/২০১৭ ৯:৩৫ এএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ-মংডু ট্রানজিট যাতায়াত শুরু হচ্ছে। চার মাসের অধিক সময় ধরে মিয়ানমারে জরুরি অবস্থা বলবৎ থাকায় টেকনাফ স্থল বন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য, ব্যবসায়ী যাতায়াত ও একদিনের ট্রানজিট যাতায়াত অঘোষিতভাবে বন্ধ হয়ে যায়। এদিকে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে তথাকথিত সন্ত্রাসবিরোধী সেনা অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। মিয়ানমারের সরকারি দপ্তর থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এরপর টেকনাফ-মংডু যাতায়াত চালু করতে মিয়ানমার পক্ষ বাংলাদেশকে পত্র দিয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি ২ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের পাঠানো পত্রের বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে কোন মুহূর্তে সীমান্ত বাণিজ্য, ব্যবসায়ী যাতায়াত ও টেকনাফ-মংডু ট্রানজিট যাতায়াত চালু হওয়ার আদেশের অপেক্ষায় রয়েছি। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। গত বছর ৯ অক্টোবর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কয়েকটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা ও ৯ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দু’দেশের সীমান্ত যাতায়াত বন্ধ হয়ে যায়। এরপর মিয়ানমারে শুরু হয় জরুরি অবস্থা ও সেনা অভিযান। অভিযোগ উঠে, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর সেনা বর্বরতার। স্থানীয় রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমার সেনাবাহিনী নারী ধর্ষণ, শিশুকে আগুনে নিক্ষেপ, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়া, নিরীহ মানুষ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটিয়েছে। প্রায় চার মাস ধরে চলা এ অভিযানের সময় মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে শুধু রোহিঙ্গারা নয়, মানবাধিকার হরণের অভিযোগ তোলে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য মানবাধিকার সংস্থাও । মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়কে নিধনের উদ্দেশ্যে এ সেনা অভিযান চালানো হয় বলে অভিযোগ করে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসাব মতে, প্রাণ বাঁচাতে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ৯ অক্টোবর

বাংলাদেশ সীমান্তবর্তী পোস্টে সন্ত্রাসী হামলায় নয় নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এ সময়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চললেও এ বিষয়ে নীবর থাকায় নোবেল জয়ী অং সান সু চির সমালোচনা হয় বিশ্বজুড়ে। মুসলিম সংখ্যালঘুদের বাঁচাতে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ তার ছিল না। মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে হত্যা, গণ-ধর্ষণসহ মুসলিম রোহিঙ্গা নির্যাতনের প্রায় সব অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি- আইন সম্মতভাবে সন্ত্রাসী বিরোধী অভিযান চালিয়েছে তারা। মিয়ানমারের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থায়ুং তান এক বিবৃতিতে বুধবার রাতে বলেছেন, ‘উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের পরিস্থিতি এখন স্থিতিশীল। সেনাবাহিনীর শুদ্ধি অভিযান শেষ হয়েছে, কারফিউ তুলে নেয়া হয়েছে, শান্তি বজায় রাখতে শুধু পুলিশ মোতায়েন রাখা হয়েছে সেখানে। বিবৃতিটি রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী একদল কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধিদের তিনি বলেছেন, বাহুল্য শক্তি প্রয়োগ, মৌলিক মানবাধিকার হরণ ও মানবতার বিরুদ্ধে অপরাধের কোনো মা হতে পারে না। যেখানে ক্ষমতা অপব্যবহারের স্পষ্ট প্রমাণ রয়েছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত।’

পাঠকের মতামত

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...

কক্সবাজারে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের ইউনিটস আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে ...

ইসলামী উইন্ডো থেকে গ্রাহকের ১৮ কোটি টাকা আত্মসাৎ সোনালী ব্যাংক কক্সবাজারের উপমহাব্যবস্থাপকসহ টাকা লুট করলেন কর্মকর্তারা

আলমগীর কবির ২০১৯ সালে সোনালী ব্যাংক থেকে একটি ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাই বাছাই ...

সাবেক ৩০ ডিসি-ইউএনওসহ টেকনাফের সাবেক ইউএনওকে তলব, নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক আজ

বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনে কারচুপির তথ্য ...

দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার ...