প্রকাশিত: ২৩/১০/২০১৭ ৮:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫০ এএম
ফাইল ছবি

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের সাবরাং লাফারঘুনা থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা মুল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে গভীর রাতের অন্ধকারের সুযোগে ইয়াবা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ২৩ অক্টোবর টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম বলেন ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় সাবরাং ইউপিস্থ লাফারগোনার পূর্ব পাশে মাঠের মধ্য দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২২ অক্টোবর গভীর রাতে বর্ণিত এলাকায় গমন করতঃ মাঠের এক পাশে ওঁৎ পেতে থাকে। এসময় টহল দল চারজন ব্যক্তিকে ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বর্ণিত ব্যক্তিগণ অন্ধকারের সুযোগ নিয়ে কাঁদার মধ্য দিয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের কাছে থাকা দুইটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ দুইটি খুলে গণনা করে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

পাঠকের মতামত

কক্সবাজারে নামাজ পড়তে যাওয়ার পথে, দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিলো প্রাণ

কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের শেখার প্রতিফলন ইভেন্ট অনুষ্ঠিত

উখিয়ায় কিশোর-কিশোরীদের ক্লাব এবং ফ্যামিলি মেম্বারদের জন্য শেখার প্রতিফলন অনুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ...

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী ...

উখিয়ায় তরুণ সংবাদকর্মীদের ইফতার আয়োজন   অপসাংবাদিকতা বন্ধে অনৈক্য ভুলে ঐক্যের আহ্বান

উখিয়ায় একঝাঁক তরুণ সংবাদকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৬ মার্চ) ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় ...