প্রকাশিত: ১৯/০১/২০১৭ ১০:০১ পিএম

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে শীর্ষ মানব পাচারকারী ও ১২ মামলার পলাতক আসামি মো. ইসলাম ওরফে বাগু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আটক মানব পাচারকারী সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ফজল আহম্মদের ছেলে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ জানান, বৃস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুবনিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. ইসলাম ওরফে বাগু একজন শীর্ষ মানব পাচারকারী। সে টেকনাফসহ বিভিন্ন থানায় ১২ মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে রয়েছে মানবপাচার, হত্যা ও মারামারি। তারমধ্যে ৯টি মামলা মানব পাচারের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নামে-বেনামে টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিশাল সম্পদের পাহাড় রয়েছে।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...