টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা অধ্যূষিত পাহাড়ী খালে নবজাতকের ভাসমান লাশ নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে কৌতুহলের সৃষ্টি হলেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়-২২আগষ্ট বিকাল ৪টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী পাহাড়ী খালের লেদা রোহিঙ্গা বস্তিতে যাওয়ার সাঁেকাপথ স্থলে মাছ শিকারে যাওয়া স্থানীয় দক্ষিণ আলীর মকতুল হোছনের পুত্র সাইমুন (১২) ও আব্দুল মোতালেবের পুত্র আক্তার হোছন (১২) একটি জ্যান্ত নবজাতকের লাশ ভেসে আসতে দেখে হৈ ছৈ করলে লোকজন জড়ো হয়। লোকজন জড়ো হয়ে দেখতে দেখতে পানিতে ভাসমান নবজাতক মৃত্যুকোলে ঢলে পড়ে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ একনজর দেখার জন্য জড়ো হয়। স্থানীয় মুরুব্বীরা নবজাতকটি উদ্ধার করে দাফনের প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক সুত্র দাবী করেছে। কারো অনৈতিক সম্পর্ক বা পাপের কারণে এই নবজাতকের ভাসমান লাশ বলে ধারণা করা হচ্ছে।
আতিকুর রহমান মানিক ঈদগাঁওর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেছেন, অগ্রসরমান পৃথিবীর সাথে তাল ...
পাঠকের মতামত