প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ পিএম

মুহাম্মদ জুবাইর,টেকনাফ::
টেকনাফে পানিতের্ ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর বিকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লেংগুরবিল গ্রামে। সে ওই গ্রামের শাকের আহমদের শিশু কন্যা শাকিলা (৪) বলে জানা যায়। স্থানীয় সুত্রে জানা যায় খেলার সময় শিশুটি মাটি খাটার গর্তে ডুবে যায়। সন্ধ্যায় বাড়ীতে না ফেরায় আত্বীয়স্বজনরা খোঁজতে থাকে এক পর্যায়ে সন্ধ্যা ৬টারদিকে তার চাচা আবদুল মতলব ঐ গর্তে ভাসতে দেখে শাকিলাকে মৃতবস্থায় উদ্ধার করে ।

স্থানীয়রা জানান ব্যক্তি মালিকানাধীন সমতল ভুমি কেটে গর্তে পরিনত হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে। ইতি পূর্বে অনেকে পানিতে পড়লে ও মৃত্যুর ঘটনা এটিই প্রথম। সমতল ভুমির মাটি কেটে যারা গর্ত বা পুকুর করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ও দাবী জানান।

স্থানীয় মেম্বার শাহ আলম সিকদার জানান এরকম একটি মৃত্যুর সংবাদ শুনেছি এব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটে কক্সবাজারবাসীর অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাহিদ

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ...

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...