
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাড়ি ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে দৈংগ্যাকাটা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। মেয়েটি বাহারছড়া হোসাইনিয়া এমদাদুল উলুম নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহের আহমদ।
এসআই মোজাহের বলেন, ‘দুপুরে মাদরাসা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আয়েশা। এ সময় তাদের গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ হয়। এক পর্যায়ে অটো থেকে আয়েশা পড়ে যায়।
পরে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পাঠকের মতামত