রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য ইউএনএইচসিআরের ৪৬ গাড়ির জটিলতা দ্রুত মিটবে
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিয়ে আসা ৪৬ গাড়ির শুল্ক ফাঁকির অভিযোগকে কেন্দ্র করে বিগত সরকারের ...
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে।
অপহৃত জাকের হোছাইন রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে। সে হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে অপহরণ করা হয়েছিল।
এ ঘটনা আটক করা হয়েছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরুল আলম নুরু (৪৫) ও তার ছেলে মিজানুর রহমানকে (২০)।
অপহৃতের বাবা দুদু মিয়া জানান, স্থানীয় নুরু, জালাল, সুনু ও ইসমাইল নেতৃত্বে একটি চক্র তার ছেলেকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
পাঠকের মতামত