প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ১:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০২ পিএম

বিশেষ প্রতিবেদক ::
ইয়াবার টাকায় জনপ্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জামাল হোসনকে নিয়ে পুলিশের অভিযানে একটি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।
এর আগে টেকনাফের আলোচিত ও তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হ্নীলা ইউপি সদস্য জামাল হোসেনকে ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রঙ্গীখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে গভীর রাতে তার তথ্য অনুযায়ী তার আস্তানায় অভিযান চালিয়ে একটি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
এদিকে তাকে গ্রেফতারের এক পর্যায়ে ইউপি সদস্য জামাল হোসেনের ছেলে ফাঁকা গুলি বর্ষণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। টেকনাফ ওসি মোঃ মাইন উদ্দিন খান বলেন, এ ইয়াবা গডফাদারের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র আইনের মামলা ছাড়াও এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। তাকে অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য গ্রেফতার করেছে এমন তথ্য দিয়েছে একাধিক সূত্র।
জানা যায়, ২৬ জুলাই রাতের প্রথম প্রহরে টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর মকবুল আহমদের পুত্র আব্দুল গফুর(৩২) কে জামাল মেম্বারের পুত্র ইয়াবা গডফাদার শাহ আজম লেদা ভাড়া যেতে বললে সে অস্বীকৃতি জানিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অবৈধ অস্ত্র-শস্ত্র নিয়ে জামাল মেম্বারের ছেলে আজমসহ একদল সন্ত্রাসী অটোরিক্সা চালক আব্দুল গফুরের বাড়িতে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করে আলীখালীতে নিয়ে রাস্তার পাশে একটি গাছে বেঁধে লাঠি-লোহার রড নিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত আব্দুল গফুরকে উদ্ধার করে প্রথমে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে রেফার করে। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে অভিযুক্তদের আসামী করে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিন তাকে গ্রেফতার করেন।
টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন জানান, জামাল হোসেন বাংলাদেশে অন্যতম শীর্ষ ইয়াবা গডফাদার। তিনি ও তার ছেলে আজমের বিরুদ্ধে ইয়াবা অস্ত্রসহ অর্ধডজন মামলা রয়েছে। তার স্বীকারোক্তিমতে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর (স) আদর্শই একমাত্র পথ- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ ...

সিনহা হত্যাকাণ্ড: সেনাপ্রধানের সঙ্গে মা-বোনের সাক্ষাৎ

সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দেখা করেছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ ...

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...