প্রকাশিত: ১৯/০৮/২০১৯ ৯:১৩ এএম

রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী সেনা ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।

এতে বলা হয়, রোববার সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর অতর্কিত গুলি শুরু করে সন্ত্রাসীরা। এসময় নাসিম (১৯) নামে এক সৈনিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বর্তমানে রাজস্থলী এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাঠ দিবস উদযাপন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝুঁকিতে রয়েছেন কক্সবাজারের টেকনাফের সাবরাং অঞ্চলের মানুষ। বিশেষ করে, মাটি ও ...

পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহার করতে হবে, জাতিসংঘে সন্তু লারমার নাতনি

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত আদিবাসী ইস্যু-বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৪তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ...