প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ৯:৫৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
কক্সবাজার সদরের জালালাবাদে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত হয়েছে ৫জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বর্ণিত ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন মৃত নজির আহমদের স্ত্রী নূর নাহার (৬০), তার মেয়ে সাবেকুন্নাহার (২৫), পুত্র দেলোয়ার (২০), প্রতিবেশী নাজির আহমদ (৫০) ও আনোয়ারা বেগম নামের এক মহিলা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এতে নুর নাহার বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। অভিযোগে জানা যায়, ঐ এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আজির আহমদ প্রকাশ আজিরা ও মৃত নজির আহমদ একই বসতভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করে ahoto_3। মৃত নজির আহমদের বাড়ীর সাথে একটি বৈদ্যুতিক মিটার সংযুক্ত রয়েছে। ঐ মিটারে বর্ষার সময় টিনের পানি প্রবেশ করাকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মৃত নজির আহমদের স্ত্রী নুর নাহারের সাথে আজির আহমদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তার পুত্র হেলাল উদ্দীন, বেলাল উদ্দীন, আজির আহমদের স্ত্রী রশিদা বেগমসহ আরো ৪/৫জন দুর্বৃত্ত উপর্যুপরী দা, লোহার রড ও বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত ব্যক্তিদের উপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিবেশী নাজির আহমদ নুর নাহার বেগমকেও হামলা করে দুর্বৃত্তরা। পরে উদ্ধার পূর্বক তাদেরকে ঈদগাঁওয়ের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে স্থানীয় এমইউপি মোক্তার আহমদ ঘটনাস্থল পরিদর্শন ও আহত ব্যক্তিদের দেখতে যান। স্থানীয় সমাজ সর্দার নুরুল আবছার জানান, বিষয়টির আপোষ-মিমাংসা করার দিনক্ষণ ঠিক করলেও ঐদিন প্রতিপক্ষরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে বলে শুনেছি। এদিকে অভিযোগ উঠা আজির আহমদের সাথে কথা হলে তিনি ও তার ২ পুত্র হেলাল ও বেলালের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করলেও কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি। পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া কোন পক্ষদ্বয় অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...