মিয়ানমারের সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি এক ব্যক্তিকে আটক করেছে
বিজিবি। আটক ব্যক্তির নাম আবু সুফিয়ান ( ৫৮)। সে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মলিহাস গ্রামের মৃতঃ আমিনুল হক পুত্র। জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে এ তথ্য দেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ব্যক্তিটি কক্সবাজার ব্যাটাঃ (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুপাড়া বিওপির সীমান্ত পিলার ৪১ এর জিরো পয়েন্টের কাছাকাছি যেতে চেষ্ট করলে স্থানীয়রা তাকে ধৃত করে বিজিবির হাতে তুলে দেন।এ সময় সে মিয়ানমারে পার হচ্ছে বলে জানিয়েছিল সীমান্তের লোকজনকে।
বিষয়টি নিষ্চিক করেন এ সীমান্তের বাসিন্দা আবুল কালাম ও সলিম উল্লাহ। ধৃত ব্যক্তিকে পরবর্তীতে রেজুপাড়া বিজিবি ক্যাম্পের নিকট হস্তান্তর করা হয়। ধৃত ব্যক্তি এ সংবাদ লেখাকাল অবধি রেজুপাড়া বিওপির হেফাজতে ছিল।
পাঠকের মতামত