প্রকাশিত: ১৬/০৭/২০২২ ৬:৪৪ পিএম , আপডেট: ১৬/০৭/২০২২ ৬:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদল।

১৬ জুলাই ২০২২ইং শনিবার ঘুমধুম ইউনিয়ন যুবদলের নব-কমিটিতে নুরুল আবছারকে আহব্বায়ক ও মিজানুল বশর মিজানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে নাইক্ষ্যছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী ও সদস্য সচিব আবু কায়সার।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহব্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহব্বায়ক যথাক্রমে মোঃ কাদের, মোঃ আলমগীর, শফিকুল আলম, সাহাব উদ্দিন, জাহেদ আলম, আতিকুর রহমান, জাহেদ আলম-২, নুরুল আবছার, শাহজালাল শহিদ, মোঃ ওসমান, সিনিয়র সদস্য নুরুল ইসলাম ফুতু ও ১৭ জনকে সদস্য করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর পরই ঘুমধুম বেতবুনিয়া বাজার চত্বরে মিষ্টি বিতরণ ও কৌশলাদী বিনিময় করেছেন নব-আহব্বায়ক কমিটির পদ প্রাপ্তরা।

এক প্রতিক্রিয়ায় ঘুমধুম ইউনিয়ন ইউনিয়ন যুবদলের আহব্বায়ক নুরুল আবছার ও সদস্য সচিব মিজানুল বশর বলেন, আমাদের উপর ঘুমধুম ইউনিয়ন যুবদলের দায়িত্ব অর্পন করায় আমরা বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস ম্যামাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী ও সদস্য সচিব আবু কায়সার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমরা শীঘ্রই পুরো ইউনিয়ন জুড়ে জাতীয়তাবাদী যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে একটি সু-শৃঙ্খল কমিটি উপহার দিতে পারব বলে আশা করছি। আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পূণরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনে সর্বদা নিয়োজিত থাকবে ঘুমধুম ইউনিয়ন যুবদল।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...