প্রকাশিত: ০৪/০২/২০১৭ ১০:৩৭ পিএম , আপডেট: ০৪/০২/২০১৭ ১১:২৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার ব্যস্ততম কোটবাজার স্টেশনে আইনশৃংখলা পরিস্থিতি দিন দিন অবনতি সহ উত্তাপ্ত হয়ে উঠেছে। ব্যবসায়ী ও সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ করে শতাধিক যুবক হাতে লাঠি সোটা নিয়ে প্রকাশ্যে মহড়া ও স্লোগান শুরু করলে মুহুত্তের মধ্যে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। এ সময় পুরো স্টেশন জুড়ে সকলের মাঝে অজানা আতংক ও উৎকণ্ঠা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টহল জোরদার বৃদ্ধি করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কোটবাজার ওয়ালটন চত্বরে স্থানীয় মেম্বার রফিক আহমদের সাথে আনাস মেডিকেল হলের মালিক শাহনেওয়াজ ও ইসহাকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এক পর্যায়ে দু’গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য মহড়া দেয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে উঠে।

এদিকে দোকানে হামলা ও ভাংচুরের ঘটনায় দোকান মালিক সমিতির ব্যানারে গত শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। ওই সময় ব্যবসায়ীদের একটি অংশ মৌনমিছিল করে।

স্থানীয় দোকানদার জানান, গত শনিবার সন্ধ্যায় তৃতীয় বারের মত শতাধিক যুবক প্রকাশ্যে মহড়া দিয়েছে স্টেশনে। সংঘবদ্ধ যুবকদের মহড়া দেখে ব্যবসায়ীরা দ্রুত দোকান পাট বন্ধ করে দিক-বিদিক ছুটা করতে শুরু করে। বলতে গেলে কোটবাজারে দিন দিন আইনশৃংখলা পরিস্থিতি অবনতি আশংকা দেখা দিয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের এ প্রসঙ্গে বলেন, যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ টহল জোরদারের পাশা-পাশি আইনশৃংখলা নিয়ন্ত্রনে রেখেছেন।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...