ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৪ ৯:৫৭ এএম

উখিয়ায় শিক্ষক পরিবারের উপর সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত হয়েছেন ২ জন। ওই সময় বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সংগঠিত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা রাজা পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযোগে প্রকাশ কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ হোসাইন এর সাথে একই এলাকার মৃত আবুল খায়ের এর পুত্র আব্দুল খালেকের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে প্রতিহিংসা করেন হয়ে খালেকের নেতৃত্বে ভাড়াটিয়ার সন্ত্রাসী দল দা, কিরিচ লোহার রড ও লাঠি নিয়ে স্কুল শিক্ষক মোহাম্মদ হোসাইনকে আক্রমণের উদ্দেশ্য বাড়িতে ভাংচুর ও হামলা চালায়। ওই সময় বাড়িতে তিনি ছিলেন না। তার স্ত্রী খালেদা বেগম (৪০) ভাঙচুরের ঘটনা বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর সহ শ্লীলতাহানি করে। এ সময় তাদের কন্যা শিশু হামলাকারীর কবল হতে রেহায় পায়নি। স্হানীয় গ্রামবাসীরা শোর চিৎকার শুনে এগিয়ে এসে ঘটনাস্হল হতে আহত মহিলাকে উদ্ধার পূর্বক উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুল শিক্ষক মোহাম্মদ হোসাইন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ খালেক দীর্ঘদিন ধরে আমাকে জীবন নাশের হুমকি-ধমকি দিয়ে আসছিল। এ ঘটনার ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সংগ্রহ করে। গত সোমবার সন্ধ্যায় খালেকের নেতৃত্বে তার পুত্র রবি উল্লাহ, হলদিয়া পালংয়ের জাগির হোসনের পুত্র হেলাল উদ্দিন ও তার ভাই বাপ্পু মোহাম্মদ আলমের পুত্র তারেক সহ একদল চিহ্নিত মসন্ত্রাসী আমার স্ত্রীকে মারধর ও বাড়ি ভাংচুর করে। শুধু তাই নয় সন্ত্রাসীরা স্ত্রী খালেদাকে শ্লীলতাহানি করে স্বর্ণালংকার সহ নগদ টাকা ও মালামাল লুটপাট চালায় । এ ব্যায়পারে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পাঠকের মতামত

অপহরণের পর মুক্তিপণের জন্য বাবাকে শোনানো হচ্ছে নির্যাতনের আর্তনাদ

চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার আসার পথে অপহৃত তরুণ রিয়াজুল হাসানকে (১৮) ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে। ...

ফেসবুকে শাহজালাল বাবলুর স্ট্যাটাস নিয়ে , ডাঃ রুমির বক্তব্য ও তীব্র প্রতিবাদ

শাহজালাল বাবলুর স্ত্রী শারমিন হিমু কয়েক মাস ধরে স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আরিফা মেহের রুমির ...