প্রকাশিত: ০২/০২/২০১৭ ৩:২৮ পিএম , আপডেট: ০২/০২/২০১৭ ৩:২৮ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি::

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এসএসসি ভোক: পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কোড নং ৭৪০০২ এর প্রথম দিন বাংলা-২ এর বিষয় কোড ছিল ১৯২১। যথারীতি সকাল ১০ টায় পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১ টা নাগাদ শেষ করা হয়। এ কেন্দ্রে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তৎমধ্যে ছাত্র ৯৩ ও ছাত্রীর সংখ্যা ছিল ৪৬।
কেন্দ্র সচিব কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে। এতে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
হল তত্বাবদায়ক কিশলয় ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর তড়িত কুমার দত্ত জানান, ৩ প্রতিষ্ঠানের মধ্যে কিশলয় স্কুলের ৫৫, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের ৪৯ ও ডুলাহাজারা ইসলামিয়া আরবীয়া দাখিল মাদ্রাসার ৩৫ জন ছাত্র ছাত্রী রয়েছে। তৎমধ্যে প্রথম দিনের পরীক্ষায় সকলে উপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনের দায়িত্বে ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুনাইদ কবির, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী আলমগীর জলিল সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও ৫ জন শিক্ষক যথাক্রমে হাবিবুল্লাহ মিজবাহ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, মাহাবুবুর রহমান, শাহাব উদ্দিন আরমান হল পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চকরিয়া থানা উপ-পরিদর্শক এসআই নাজিম।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...