প্রকাশিত: ১৮/১১/২০১৬ ৮:২২ পিএম

মো: জয়নাল আবেদীন, কাউখালী (রাঙামাটি) থেকে ::
উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটককৃত ছয় নেতা কর্মীর মুক্তির দাবী জানিয়ে কাউখালীতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকাল এগারোটায় কাউখালী সদরে বিক্ষোভ মিছিল শেষে কচুখালী খেলোয়াড় সমিতির সামনে সমাবেশ করে সংগঠনগুলি।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে কচুখালীতে সমাবেশে মিলিত হয়। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রজ্ঞা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেমেশে বক্তব্য রাখেন, হিল ইউমেন্স ফেডারেশন কাউখালী শাখার সভাপতি কোহেলী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী শাখার সাধারণ সম্পাদক অংচিং মারমা, ইউপিডিএফ নেতা বাবলু চাকমা প্রমূখ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির পেরাছড়া থেকে আটককৃত ইউপিডিএফ সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটককৃত ছয় নেতা কর্মীর মুক্তির দাবী জানান। বক্তারা বলেন, কোন প্রকার মামলা না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার ইউপিডিএফ নিরীহ নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকী। তারা সব নেতা কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবী জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল ইউমেন্স ফেডারেশন অংশগ্রহণ করে।

পাঠকের মতামত

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...

রাজাপালং ইউপি’র উপ নির্বাচনে প্রতীক পেলেন চার চেয়ারম্যান প্রার্থী

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (১১ ...

আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেলেন হুমায়ুন কবির চৌধুরী

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনে মহামান্য হাইকোর্টের রাযে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কর্তৃক বাতিলকৃত মনোনয়ন ...