প্রকাশিত: ০৮/০২/২০২০ ৪:২৯ পিএম

চীনে মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীকে হত্যার জন্য চীন সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
সম্প্রতি ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ নামক একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘করোনভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২০ হাজার রোগীকে হত্যায় সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার।’

তবে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদনের প্রথম বাক্যেই China কে Chhina লেখা হয়েছে।

প্রতিবেদনটিতে একটি ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, যেখানে ‘রাষ্ট্র’ আদালতের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সব নাগরিকদেরই হারাবে, যদি না আক্রান্তরা খুব শিগগিরই নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য মানুষকে বাঁচান।’

তবে ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ ওয়েবসাইটটি কোনো প্রতিবেদকের নাম ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে।

এই ওয়েবসাইটটি ছাড়া আর কোনো আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

এদিকে মার্কিন সত্যতা যাচাই সংস্থা স্নোপস ফ্যাক্ট-চেকসহ বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অ্যাখ্যা দিয়েছে।

স্নোপস ফ্যাক্ট-চেক এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়া খবর প্রকাশ করতে পারে।

তারা আরো বলেছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না।

এদিকে চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...