চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ...
উখিয়া নিউজ ডটকমঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম। আজ সোমবার বিকাল ৫ টা ২০ মিনিটে ফেসবুক লাইভে রোহিঙ্গা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিবেন তারা।
আজ সোমবার সকালে কক্সবাজার পৌঁছে দিনভর কুতুপালংয়ে ডি-৫ ক্যাম্পে রোহিঙ্গাদের মিয়ানমারে নির্যাতনের বর্ণনা শোনেন অ্যান্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম। এসময় তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বিকালে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁদের। সন্ধ্যায় রেডিসন হোটেলে সংবাদ সম্মেলন শেষে রাতে ঢাকা ত্যাগ করবেন বিশ্বসংস্থার এই দুই প্রধান।
পাঠকের মতামত